বন্ধুরা কেমন আছেন ? আশাকরি ভাল আছেন । আজ আমি আপনার ছবিটিকে আরও সুন্দর করে তোলার জন্য ফটোশপের বিকল্প 1.43MB ছট একটি সফটওয়্যার নিয়ে হাজির হলাম । সফটওয়্যার টি নাম Auto Photo Editor আগে সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করুন । তারপর নিচে আনুসরন করুন ।
সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করে ডেক্সটপ আইকন থেকে ডাবল ক্লিক করে Auto Photo Editor ওপেন করুন । দেখুন উপরের মতো চিত্র আসবে । ছবিকে যে ভাবে এডিট করবেন তা নিচের ধাপে দেখুন
১. Add Image ক্লিক করে যে ছবি এডিট করবেন তা সিলেক্ট করুন।
২ . ছবি সিলেক্ট হয়েগেলে ডাবল ক্লিক করুন।
৩. Original Image এবার ইমেজ দেখতে পাবেন উপরের মতো।
৪. তার নিচে Filters Applied দেখতে পাবেন।
৫. Filter List এ টিক চিহ্ন দিন, দেখুন Filters Applied ছবির মান পরিবর্তন হচ্ছে। এভাবে যতটুকু প্রয়োজন এডিট করে নিতে পারেন।
৬. Process Files এ ক্লিক করে JPG ফরম্যাট সিলেক্ট করে Folder অপশন এ ক্লিক করে কোথায় ছবিটিকে রাখাবেন তা দেখিয়ে দিন এবং ProcessNow ক্লিক করলেই ছবিটি আপডেট হয়ে Save হয়ে যাবে।
তাহলে উপভোগ করুন Auto Photo Edito ভাল ও সুস্থ থাকবেন ধন্যবাদ ।
একটি মন্তব্য পোস্ট করুন