আমাদের মাত্রি ভাষা বাংলা কিন্তু দুঃখের বিষয় যে, কম্পিউটার ব্যবহার করে অনেকে বাংলাকে ভুলে গিয়ে অন্য ভাষা শিক্ষা করি। 
আমরা বেশির ভাগ কম্পিউটার ব্যবহারকারী উইন্ডোজ এক্সপি ব্যবহার করি। সাভাবিক ভাবে এক্সপির ভাষা ইংলিশ হয়ে থাকে। যদিও বাজারে এক্সপির বাংলা সংস্কার পাওয়া যায়, তবে তা ইন্সটল করতে হয়। কিন্তু হিসাব করলে দেখা যাবে বেশির ভাগ ব্যবহারকারীই উইন্ডোজ এক্সপি ইন্সটল করতে পারেন না। অথবা কেউ সময়ের অভাবে ইন্সটল দিতে পারেন না। এ জন্য এক্সপির বাংলা সংস্কার ব্যবহার করতে পারেন না। এ সমস্যা এড়াতে আমি আজকে Microsoft তৈরি একটা সফটওয়ার সাথে পরিচয় করিয়ে দেব যার হতে আপনি Windows XP বাংলা রুপে দেখতে পারবেন । 

নিচে অনুসরণ করুন । 


















১. প্রথমে সফটওয়ারটি নিচে ডাউনলোড করুন ।  

title_of_image

২. ডাউনলোড হয়েগেলে ইন্সটল করে কম্পিউটার Restart করে নিন। এবার দেখবেন এক্সপি বাংলা হয়ে গেছে।
----------------------------------------------------------------------------------------------------------------------

Windows 7 বাংলা রুপে দেখতে নিচে অনুসরণ করুন ।





১. প্রথমে সফটওয়ারটি নিচে ডাউনলোড করুন ।  

title_of_image

২. ডাউনলোড হয়েগেলে ইন্সটল করে কম্পিউটার Restart করে নিন। এবার দেখবেন এক্সপি বাংলা হয়ে গেছে।  




একটি মন্তব্য পোস্ট করুন

 
Top
sur songeet