কেমন আছেন বন্ধুরা আসাকরি সবায় ভাল আছেন । আজ অনেক দিন পর পোস্ট করতে   বসলাম । আশা করি পোস্ট টি ভাল লাগবে । আমরা অনেকে ফেসবুক ব্যবহার করে বন্ধু দের এসএমএস করেথাকি তাই আমি আমার জানা কিছু "শুভ রাত্রি"  এসএমএস আপনাদের সামনে শেয়ার করলাম ।




ভোরের আলো উঠবে ফুটে রাতের অবসানে,

তোমায় আবার জাগতে হবে নতুন আলোর টানে।

নাতুন দিনে চলতে হবে নতুন পথের যাত্রি,

ক্লান্ত খনে তাইতো জানাই "শুভ রাত্রি"


স্বপ্ন মানে বাতির খেলা!!

স্বপ্ন ভালোবাসা!!

স্বপ্ন মানে রাতের মাঝে লুকিয়ে রাখা আশা!!

স্বপ্ন মানে দুঃখ ভুলে নতুন পথযাত্রী!!

স্বপ্ন মানে মিষ্টি মুখে জানায় শুভরাত্রি!!

নিরব রাতে ঘুম পরীরা হাসছে মিটি মিটি,

মনে রেখ আমার এই বন্ধুত্বের চিঠি।

বন্ধু তোমায় দেখতে আমার মনটা দিল পাড়ি,

এবার তবে ঘুমিয়ে পর। না ঘুমালে আড়ি...

"শুভ রাত্রি"

আজকের এই উত্তাল রাতে,

আকাশের পানে তাকিয়ে,

চাঁদের সৌন্দর্য দেখে,

মন কে শান্ত রাখার চেষ্টা করে,

তোমাদের সকলকে জানাই শুভ রাত্রি।

সবার চোখে ঘুম এখন নীরব রাত,

আমার চোখে ঘুম নাই কেন বলতে পারো,

কোন সুখের আশায় আমার এই রাত জাগা কেন মন আজ দিশে হারা।

"শুভ রাত্রি"

আকাশ জুড়ে তারার মেলা আর চাঁদের খেলায় ভুলা মন।

মন চাইছে খুশি থাকুক আমার আপনজন।

নীল রঙ্গের আকাশ এখন দেখা যাচ্ছে কালো,

আমি আছি বিন্দাস আর তোমরাও থেক ভালো।

"শুভ রাত্রি"

রাত মানে গভীর নেশা,

স্বপ্ন দেখার আশা।

রাত মানে লুকিয়ে থাকা উষ্ণ ভালবাসা।

রাত মানে চোখটিবুজে স্রিতির মোড়ক খোলা।

রাত মানে তোমাদের আমার শুভ রাত্রি

রাতের আকাশে অনেক তারা একলা লাগে তোমায় ছাড়া।

 "শুভ রাত্রি"

জোনাকি হল রাতের বাতি।

স্বপ্ন নাকি ঘুমের সাথি।

মন হল মায়াবী পাখি।

ফ্রেন্ড নাকি সুখ দুঃখের সাথি।

তাই জানাই তোমাদের "শুভ রাত্রি"

রাত শুধু আধার নয়,

একটু খানি আলো।

রাত শুধু খারাপ নয়,

স্বপ্ন গুলো ভালো।

তাই ঘুমিয়ে পর,

ভাল থেক। শুভ রাত্রি।




একটি মন্তব্য পোস্ট করুন

 
Top
sur songeet