বন্ধুরা আজ আপনাদের ছোট একটি টিপস নিয়ে আলোচনা করার জন্য। কোন সফটওয়্যারের কথা আপনাদের বলবো না। আমারা অনেকেই কম্পিউটারের USB পোর্ট কে হাইড বা গোপন করে রাখার জন্য সফট ওয়্যার ব্যবহার করে থাকি। আজ আমি দেখাবো কিভাবে উইন্ডোজ এক্সপি তে USB পোর্ট কে নিরাপত্তা  হাইড দেয়া যায়, যাতে করে আপনার পিসি থেকে কেউ কোন ডাটা চুরি করতে না পারে। তাহলে শুরু করা যাক ।

প্রথমে আপনি Start মেনু তে গিয়ে  Run এ  regedit  লিখে  Ok   করুন। এবার নিচের মেনু গুলিতে ধীরে ধীরে এগিয়ে যান । নিচে ফটো দেখুন সব বুজতে পারবেন ।

১। HKEY_LOCAL_MACHINE
২। SYSTEM CurrentControlSet
৪। Services
৫। USBSTOR

এবারে সিলেক্ট  USBSTOR  করুন দেখুন ডান পাশে একটি নিচের মত উইন্ডো এসেছে








































DWORD value 4 থেকে 3 করে দিয়ে Ok করুন। পিসি রিস্ট্রাট করুন। দেখুন এবার আপনার পিসিতে USB পোর্ট দেখা যাচ্ছেনা এবং কেউ আর আপনার পিসি থেকে ডাটা চুরি করতে পারবে না ।
আপনি আবার  USB  পোর্ট কে পুর্বের অবস্থায় ফিরিয়ে নিতে হলে DWORD value 4 করে দিন তাহলে ঠিক হয়ে যাবে । 

তাহলে আজকের পোস্ট এইখানে শেষ করছি ধন্যবাদ । 


একটি মন্তব্য পোস্ট করুন

 
Top
sur songeet