পোস্ট টি আমার নয় আমি অন্য জায়গায় দেখে আপনাদের সামনে শেয়ার করেছি । আসা করি পোস্ট টি আপনাদের ভাল লাগবে । 


ধরুন আপনি একটি ওয়েব টেম্পপ্লেট তৈরী করেছেন ফটোশপ দিয়ে যেটা আছে .jpg or .psd ইত্যাদি ফরম্যাটে।এ টিউটোরিয়ালে দেখব কিভাবে এটাকে .html বা ওয়েব পেজে রুপান্তর করা যায় ফটোশপ দিয়েই।খুব সহজ,চলুন দেখি-

ধাপ-১: প্রথমে ফটোশপে ছবিটি ওপেন করুন,এবার স্লাইস টুল সিলেক্ট করুন।
slice tool|webcoachbd
ধাপ-২: যেখানে লিংক দিতে চান সেটুকু অংশ ড্রাগ করে সিলেক্ট করুন,দেখুন নিচের মত।
slice tool step 1
আপনি যদি পরবর্তী বাটনগুলোতে লিংক দিতে চান তাহলে একইভাবে সিলেক্ট করুন।সহজভাবে সিলেক্ট করতে হোম বাটনের উপর কারসর রেখে Alt চেপে ধরে পাশের বাটনে নিয়ে যান।এভাবে যেখানেই লিংক দিতে চান তা সিলেক্ট করুন।
slice tool step 2
ধাপ-৩: এবার File>Save for web and devices..
slice tool step 3
ধাপ-৪: এবার হোম বাটনের উপর ডাবল ক্লিক করলে নিম্নোক্ত উইন্ডো আসবে সেখানে অপশন গুলো পুরন করুন।URL বক্সে যে পেজটি যোগ করতে চান সেটার নাম দিতে হবে।আমি আগেই rrr.html নামে একটি পেজ তৈরী করে রেখেছিলাম তা এখানে যোগ করেছি।
slice tool step 4
এভাবে দেখুন প্রতিটি স্লাইসের নাম্বার দেয়া আছে  সেগুলোতে ডাবল ক্লিক করলেই প্রতিবার উপরের মত উইন্ডোটি আসবে।সেখানে ইচ্ছেমত অপশনগুলি সিলেক্ট করে ওকে করুন।
ধাপ-৫: এবার সেভ বাটনে ক্লিক করে শুধু save as type এ HTML and Images এ অপশনটি সিলেক্ট করে সেভ করুন।
slice tool step 5
ব্যাস কাজ শেষ এবার যেখানে সেভ করেছেন সেখানে গিয়ে html ফাইলটি ওপেন করে দেখুন একটি পূর্নাঙ্গ ওয়েব পেজ তৈরী হয়ে গেছে।
slice tool step 6











একটি মন্তব্য পোস্ট করুন

 
Top
sur songeet