এমন দিন আসুক আবার
শত কিংবা হাজার বার
খোদার কাছে এই মিনতি
সুখে ভরুক তোমা ঘর
যত দূরে থাকি আমি
যতই ভাবো পর
তোমার আমি বন্ধু ছিলাম
থাকবো জীবন ভর।
বন্ধু সেই জন
পিপাসায় এক বিন্দু পানিই যথেষ্ট
প্রেমের জন্য জীবনটাই যথেষ্ট
সমুদ্রে ডুবতে যেতে চাই না
তোমার চোখেই
সেই পরিমাণ পানি মিলবে...
বন্ধু সেই জন
চোখে প্রেমের হৃদয়ের কথা চলে আসে
যদি চেয়ে থাকি তো কথা বন্ধ হয়ে যায়,
প্রেমে দুঃখ থাকে তো চিন্তা কিসের,
শুনেছি দুঃখে চাওয়া আরও বলবান হয়ে ওঠে...।
একটি মন্তব্য পোস্ট করুন